আলমডাঙ্গায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন
আলমডাঙ্গায় ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। এই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করে বর্ণাঢ্য র্যালি এবং পরিষদের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
এই সভায় উপজেলা সমবায় অফিসার মমতা বানু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। তিনি সমবায়ের গুরুত্ব ও এর মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি তুলে ধরেন। তিনি সবাইকে একসঙ্গে সমবায় কার্যক্রম এগিয়ে নেওয়ার আহŸান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, উপসহকারি কৃষি অফিসার রকিব উদ্দিন, এবং বিআরডিবির চেয়ারম্যান বিপ্লব হোসেন মাস্টার।
সমবায়ী শেখ ইমরানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ঐশি সঞ্চয়ও ঋণদান সমবায় সমিতির পরিচালক এইচএম মোয়াজ্জেম, বিশ্বাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি রানা আহমেদ লাবলু, উপজেলা সমবায় অফিসের সহকারি পরিদর্শক সাহারুল ইসলাম, সরদার মাসুদ রানা, অফিস সহকারি হাসেম আলী, জিয়াউর রহমানসহ উপজেলা বিভিন্ন সমিতির সদস্যরা।