আলমডাঙ্গায় গাজাসহ রুইতনপুর গ্রামের মাদক ব্যবসায়ী মতিয়ার রহমান গ্রেফতার

আলমডাঙ্গা থানার বড়গাংনী তদন্ত কেন্দ্র পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাজাসহ রুইতনপুর গ্রামের মাদক ব্যবসায়ী মতিয়ার রহমানকে গ্রেফতার করেছে। ৩০ অক্টোবর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মতিয়ারের নিজ বাড়ি থেকে গাজাসহ গ্রেফতার করে।
জানাগেছে, উপজেলার চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে মতিয়ার রহমান(৩৫) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য গাজা বিক্রয় করে। ইতোপূর্বে মতিয়ার রহমান বেশ কয়েকবার পুলিশের নিকট গাজাসহ গ্রেফতার হয়। তার নামে থানায় মাদক মামলা রয়েছে। বুধবার সন্ধ্যায় বড় গাংনী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বাবর আলী সঙ্গী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার বসতঘর থেকে ২শ গ্রাম গাজা উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, মাদক ব্যবসার সাথে যেই জড়িত থাক না কেন তাকে ছাড় দেওয়া হবে না। তাকে আইনে আওতায় নিয়ে আসা হবে। আলমডাঙ্গা থানা এলাকায় কোন মাদক কেনাবেচা চলবে না। মাদক সব ধরনের অপরাধের উৎস। মাদক নির্মুল হয়ে আলমডাঙ্গা থানা এলাকা থেকে অপরাধ কমে যাবে।