ভাংবাড়িয়ায় সাড়ে ৩ শ কলা গাছ কেটে দুই বিঘা জমি দখল করে নেওয়ার অভিযোগ
আলমডাঙ্গার ভাংবাড়িয়ার শরিফুল ইসলামের দুই বিঘা জমির ৩৫০টি কলাগাছ কেটে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের আহার আলী মোল্লা ও কাবের মোল্লা গংয়ের বিরুদ্ধে। গত ১৯ অক্টোবর শনিবার কৃষক শরিফুলের উপরোক্ত সর্বনাশ করে তারা।
জানা গেছে, ভাংবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের নামে ক্রয়কৃত দুই বিঘা জমিতে তার ছেলে ছেলে শরিফুল ইসলাম কলা গাছ রোপণ করেন। প্রায় তিন লাখ টাকা ব্যয় করে গাছগুলি বেশ তরতাজা করেছেন। ওই জমি নিয়ে পূর্ব থেকেই একই গ্রামের মৃত আহমেদ আলী মোল্লার ছেলে আহার আলী মোল্লা ও কাবের আলী মোল্লা, মৃত সামজার মোল্লার ছেলে শুকলাল মোল্লা ও শুকলালের ছেলে মারিফুলের সাথে। মামলা আদালতে চলমান অবস্থায় জোর করে সন্ত্রাসী কায়দায় তারা গত ১৯ অক্টোবর শরিফুল ইসলামের দুই বিঘা জমির প্রায় তিন লাখ টাকা মূল্যের কলা গাছ কেটে দিয়ে জমি দখল করে নিয়েছে। বর্তমান তারা দখলকৃত জমি নতুন করে চাষ করছে।
এদিকে, আদালত অমান্য করে জোর করে সাড়ে ৩ শ কলা গাছ কেটে জমি দখলের ঘটনায় গ্রামবাসীর অনেকেই হতবাক হয়েছেন। এ জঘন্য ঘটনায় অনেকেই অভিযুক্ত গংদেরকে নিন্দা জানিয়েছেন। গ্রামের অনেকেই বলেন, অভিযুক্ত দুই ভাইয়ের যদি আইনগত অধিকার থাকে, তাহলে আদালতকে বৃদ্ধাঙ্গুগুলি দেখিয়ে কেন জমি দখল করতে হবে? আদালতের রায় নিজেদের পক্ষে নিয়েই জমির উপর যেতে পারতেন। আর জমির সাড়ে ৩ শ নিরীহ কলা গাছ কেটে ফেলার মত বর্বরোচিত ঘটনায় তাদের শাস্তি হওয়া উচিত বলেও অনেকে মন্তব্য করেন।
এদিকে, এ ঘটনায় গত ২৭ অক্টোবর ৪ জনকে আসামী কের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে (আলমডাঙ্গা থানা) মামলা করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক শরিফুল ইসলাম।