উপজেলায় ৪ হাজার ১শ ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
আলমডাঙ্গা উপজেলায় ৪ হাজার ১শ ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, শীতকালিন পেয়াঁজ, মসুর, শীতকালিন মুগ ও অড়হড় ফসলের আবাদ বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়। ২৯ অক্টোবর মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিস চত্তরে এ বীজ ও সার বিতরণ করা হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা রিসোর্চ সেন্টারের ইন্সটেক্টর জামাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস।
উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রফিকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপসহকারি কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, আল হেলাল উদ্দিন, মতিয়ার রহমান, শাহিন আলম, নাজমুল হোসেন, জাহিদুল ইসলাম, শারমিন আক্তারর, রজনি খাতুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকবৃন্দ। উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২ হাজার ৪শ কৃষকের মধ্যে প্রতি কৃুষককে ২ কেজি ভুট্টা বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২ হাজার ১শ ২০ জন কৃষকের মধ্যে প্রতি কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। গত বছরের তুলনায় এ বছর অর্ধেক কৃষককে এ সার ও বীজ বিতরণ করা হয়েছে।