১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২৯, ২০২৪
112
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর বিকেলে 'এসো ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র, শান্তি ও অধিকার' প্রতিষ্ঠার শ্লোগানে আলমডাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক নেতাকর্মীদের র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মঞ্চে ফিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ঝন্টু। এসময় ঝন্টু বলেন, আপনারা দেখেছেন ছাত্র জনতার গণআন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা তার অপকর্মের কারণে দেশ ছেড়ে পালিয়েছে। এখন দেখবেন আওয়ামী লীগের দোসররা বলে আমরা কি এমন অপরাধ করেছি, যারা এই কথা বলেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা সাধারণ মানুষের মাঝে যান তারা আপনাদের জবাব দিয়ে দেবেন আপনারা কি করেছেন আর কি করেন নাই।


তিনি আরও বলেন, জন মানুষের নেতা শরিফুজ্জামান শরীফের দিকনির্দেশনায় আজ চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল অঙ্গ সংগঠন বিগত দিনেও সক্রিয়ভাবে মাঠে ছিল-আছে- থাকবে ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন দল কিন্তু এখনো ক্ষমতায় আসেনি আমাদের দলকে ক্ষমতায় আনতে হলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে ক্ষমতায় আনতে হবে।


তিনি আরো বলেন, বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের ভেতর কোন অনুপ্রবেশকারীর ঠাই হবে না। আমাদের কাছে মিছিলের পেছনে থাকা ব্যাক্তিটির মূল্য অনেক। সুতরাং কেউ কাউকে ছোট করে দেখার সুযোগ নাই। মনে রাখবেন সকলে মিলে শরিফুজ্জামান শরিফের হাতকে শক্তিশালী করতে হবে, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।


আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খাঁন, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, আওয়ালুজ্জামান রাসেল, আবু জিহাদ, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন ইসলাম কনক, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল কাদেরের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা সাফায়েত, আলা মন্ডল, মতিয়ার রহমান মাখাল, আবু জার, সেলিম, হাসান কাজী, সুমন, সেলিম হোসেন, মুন্সি সাইফুল ইসলাম, শামীম রেজা, মোমিম, লতিফ, মনিরুজ্জামান, আজম, পৌর যুবদল নেতা মিলন মালিথা, মিলি, উজ্জ্বল, মিলন, গোলাম মোস্তফা প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram