আলমডাঙ্গায় “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪” পালিত
“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪” পালিত হয়েছে । ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে র্যালি হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।
হাত ধোয়া বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এর আগে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সহকারি প্রকৌশলী আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এসময় তিনি বলেন, “হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন নিয়ম মেনে হাত পরিষ্কার করলে অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়। এতে আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি।”
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাসুদ কামাল, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আক্তারুজ্জামান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেছ উদ্দিন, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর মেকানিক মাহফুজ উজ্জামান, যুব সমাজের প্রতিনিধি সুলতানুল আরেফিন তাইফুসহ আলমডাঙ্গা মডেল, আদর্শ ও জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।