আওয়ামীলীগের স্বৈরশাসনের স্থানীয় সমর্থক ও সুবিধাভোগীদের বিরুদ্ধে লাঠি মিছিল

আওয়ামীলীগের স্বৈরশাসনের স্থানীয় সমর্থক ও সুবিধাভোগীদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মিরা। ২৩ অক্টোবর বুধবার সন্ধ্যার পর শ-খানিক মোটরসাইকেলের শোডাউন থেকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগের বিরুদ্ধে শ্লোগান তোলেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় মোটরসাইকেলের পেছনে বসে থাকা কর্মীদের হাতে লাঠিসোঁটা দেখা যায়।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন জোয়ার্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টুর নেতৃত্বে প্রায় শ'খানিক মোটরসাইকেলের শোডাউন শহরের হাইরোড, স্টেশনরোড, বাবুপাড়া, আলিফউদ্দিন রোড হয়ে আবারও হাইরোড ধরে সোনাপট্টির হয়ে সাদা ব্রিজ মোড়ে শেষ হয়।
পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু বলেন, আওয়ামীলীগের স্বৈরশাসকের পতন হয়েছে। কিন্ত তাদের দোসররা এখনও দেশে বা এলাকায় রয়েছে। তাদের যে কোন অপতৎপরতা রুখে দিবে বিএনপি। আওয়ামিলীগের নৈরাজ্য প্রতিহত করতে আলমডাঙ্গা বিএনপি বদ্ধপরিকর।