
আলমডাঙ্গায় মুরগীর ঘরে বৈদ্যুতিক বাল্প লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মধ্যবয়সী বানু খাতুনের মৃত্যু হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা পর পোল্ট্রি মুরগীর ঘরে বৈদ্যুতিক বাল্প লাগাতে যায়। এসময় বানু খাতুন বাল্প লাগানো হোল্টারের তার থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে মৃত বলে ঘোষনা করে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী বানু খাতুন (৪৮)। সংসারের স্বচ্ছলতা ফেরাতে নিজ বাড়িতে কিছু পোল্টি মুরগীর বাচ্চা পালন করে বিক্রয় করে। বানু খাতুনের একটি মাত্র মেয়ে বিবাহিত। বাড়িতে স্বামী স্ত্রী দুজনই থাকে।
মঙ্গলবার সন্ধ্যার পর বানু খাতুন মুরগী ঘরে বৈদ্যু বাল্প লাগাতে গিয়ে ঘটে বিপত্তি। বানু খাতুন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চিৎকার দিয়ে উঠে। তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে ডাক্তার মৃত বলে ঘোষনা করে।