আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উপলক্ষে নানা কর্মসুচির আয়োজন
আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উপলক্ষে নানা কর্মসুচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করনের জন্য চালানো হয়। প্রতি বছর অক্টোবর মাসের ১৫ তারিখে বিশ্ব ব্যাপী দিবসটি পালন করা হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিবসটি পালন করা হয়।
বিশ্ব হাতধোয়া দিবস ২০২৪ উপলক্ষে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ওয়াটার ডট ওআরজি“র সহযোগীতায় বেলগাছী ইউনিয়নের বেলগাছী গ্রামে বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটি সকলের জন্য স্থায়ীত্বশীল পানি ও স্যানিটেশন সুবিধা ত্বরান্বিতকরণ-এ্যাকসেস প্রকল্প।
বিশ্ব হাত ধোয়া দিবসের উঠান বৈঠকে ফাউন্ডেশনের আলমডাঙ্গা ওয়েভ ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাত হোসেন। এছাড়াও কল্পনা খাতুন, শাহিনা খাতুন, লতা খাতুন, বিলকিস খাতুন, রেবেকা খাতুন, মরিয়ম খাতুনসহ গ্রামের অর্ধশত নারী উপস্থিত ছিলেন।