আলমডাঙ্গায় পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় পৌর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার পৌর যুবদলের ৩ নং ওয়ার্ড শাখার উদ্যোগে পান্না কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় পৌর যুবদলের আহবায়ক নাজিম উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সহসভাপতি আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি আজাদ বলেন, স্বৈরাচার হাসিনা ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে এদেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু স্বৈরাচারের দোসররা এখনও বাংলার মাটিতে আছে। তাদেরকে বাংলা মাটি থেকে উৎখাত করতে হবে। তাদের ষড়যন্ত্র থেকে সবাইকে সাবধান থাকতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল আজম ডালিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু, আব্দুল্লাহ আল মামুন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, সাবেক কলেজ ছাত্রদলের সভাপতি ফাহিবুদুর রহমান মুন, পৌর যুবদলের সদস্য মিসকার আলী, নজরুল ইসলাম, সাজিদুল ইসলাম, ফারুক হোসেন, বাবু, মুক্তার, আসলাম, হাসিবুল, বিদ্যুৎ মোল্লা, শরিফ, আলমগীর, বাবু, আশাদুল, মুন্না, রাসেল, ওল্টু, আমিরুল, ফরজ, সুমন, নাজমুল, বাদশা, ফিরোজ, হাছান, তুষার, কালাম, ফিরোজ, উপজেলা যুবদলের গোলাম মোস্তফা, সোয়েব আলী, বোরহান উদ্দিন, সোহাগ, নাসির উদ্দিন, মুস্তাকিন মেম্বার, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারন সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিঠু বিশ্বাস, জিন, সোহাগ।
সাবেক পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খন্দকার হাসিবুল হাসিবের উপস্থাপনায় উপস্থিত ছিলেন যুবদল নেতা জুলহাস শেখ, নূর আলম পলাশ, মুন্নি, নাসির উদ্দিন, আনিস, হিমেল, উজ্জ্বুল, সাবেক পৌর ছাত্রদল ও যুবদল নেতা সাগর, পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক লিখন, সাঈদ, জাহিদ, রাশেদ, সাইফ, প্রমুখ।