আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা
আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা ও সড়ক দূর্ঘটনায় আহত বিএনপির কর্মির খোঁজখবর নেন। এসময় তাকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। ২১ অক্টোবর সোমবার বিকেলে কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মিল মোড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা শেষে সড়ক দূর্ঘটনায় আহত আসাননগর গ্রামের বিএনপির কর্মি মুনতাজ আলীর খোজখবর নেন। এসময় জেলা বিএনপির সদস্য আক্তারুজ্জামান আক্তার সড়ক দূর্ঘটনায় আহত বিএনপি কর্মি মুনতাজ আলীর হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন।
মতবিনিময় সভা ও নগদ অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী হোসেন, সাবেক সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রহিদুজ্জামান রহিত, যুবদল নেতা বাদল, মিজানুর রহমান, মুনিয়ার ডাক্তার, বিএনপি নেতা মহির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, রাসেল আহমেদ, ছাত্রদলেল রাজন, জাহিদুল ইসলাম, হাসিবুল, আব্দুর কাদের, সাজ্জাত প্রমুখ।