১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার কৃতি সন্তান প্রকৌশলী মাসুম বিল্লাহ আর নেই

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২২, ২০২৪
74
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

"প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে " আল-কোরআনের এই চিরসত্য বাণীটি খুব অল্প বয়েসেই প্রতিফলিত হলো আলমডাঙ্গার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার খন্দকার মাসুম বিল্লাহর জীবনে। ২০ অক্টোবর রবিবার বিকাল ৪ টায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি---- রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। মাসুম বিল্লাহ আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত খঃ আনোয়ারুল বশীর মুকুলের বড় ছেলে।


পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছরের অধিক সময় ধরে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন তিনি। ভারত ও বাংলাদেশ উভয় জায়গায় চিকিৎসা নিয়ে কিছুদিন ভালো থাকার পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃতু্যুবরণ করেন।


প্রকৌশলী মাসুম বিল্লাহ চট্টগ্রামে জি পি এইচ ইস্পাত কোম্পানির জি এম হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তি জীবনে অত্যন্ত সৎ দক্ষ ও মেধাবী হিসেবে তার পরিচিতি ছিল। ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী মাসুম বিল্লাহ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সাধারণ গ্রেড বৃত্তি, আলমডাঙ্গা এরশাদপুর একাডেমী থেকে স্টার মার্ক নিয়ে ১৯৯৯ সালে এসএসসিতে উত্তীর্ণ হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজে ভর্তি হন। কৃতিত্বের সাথে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ০৩ ব্যাচে যন্ত্র প্রকৌশলে ভর্তি হয়ে, ইঞ্জিনিয়ারিং পাস করে কর্মজীবনে প্রবেশ করেন। কিন্তু অল্প বয়সেই দুরারোগ্য ব্যাধিতে তার জীবন থমকে গেল।


এই মেধাবীর মৃত্যুতে পরিবারে, বন্ধু মহলে ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমেছে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, একটি পুত্র সন্তান, মা, ভাই বোন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram