আলমডাঙ্গার কুমারী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারন সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গার কুমারী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড শাখার আয়োজনে সাধারণ সভায় অনুষ্ঠিত হয় । সাধারন সভায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়।
সাধারন সভায় ৬ নং ওয়ার্ড জামায়াতের ইসলামীর সভাপতি মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ও মহিলা ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক শফিউল আলম বকুল। এসময় তিনি বলেন, বাংলাদেশকে একটি সুখী ও সম্মৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলতে হলে ইনসাফ ভিত্তি একটি সমাজ গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে আল্লাহ তায়ালার শ্বাশত বিধানের দিকে ফিরে আসতে হবে। ইসলামের সুমহান আদর্শ প্রত্যেক ব্যক্তির দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে। এই জন্য সবাইকে দাওয়াতি কাজ করতে হবে ইন্শাল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন জামায়াতের আমির শফিউজ্জামান মিঠু, ইউনিয়ন সেক্রেটারি আলতাফ হোসেন, মাওলানা আবুবকর সিদ্দিক। কুমারী ইউনিয়ন শাখার সহকারি সেক্রেটারি আনারুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কুমারী ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক সাইদুল ইসলামসহ অত্র ওয়ার্ডের সক্রেটারি এবং অন্যান দায়িত্বশীল গন।