আলমডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে মাসুদুর রহমান যোগদান
আলমডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ হিসেবে মাসুদুর রহমান যোগদান করেছেন। ১৬ অক্টোবর বুধবার তিনি আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব বুঝে নেন। তিনি মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে বদলি হয়ে আলমডাঙ্গা থানার অফিসার হিসেবে যোগদান করেন।
আলমডাঙ্গা থানার নবাগত অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ২০০৭ সালে সাব-ইন্সপেক্টরে ভর্তি হন। তিনি ২০১৭ সালে ইন্সপেক্টর হিসেবে পদন্নোতি প্রাপ্ত হন। এর পর তিনি আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন জেলার বেশ কয়েকটি থানায় পুলিশ পরির্দশক তদন্ত হিসেবে দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের জন্য মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন। পরে গতকাল বুধবার তিনি আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহন করেন।
বিদায়ী অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া গত ২০২৩ সালের ১৬ ডিসেম্বর তারিখে আলমডাঙ্গা থানার দায়িত্ব নিয়ে আলমডাঙ্গায় আসেন। ১৭ ডিসেম্বর ২০২৩ তারিখে তিনি আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাকে গত ৭ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারিকৃত বদলি আদেশে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া প্রশাসনিক কারণে চট্টগ্রাম রেঞ্জে বদলির আদেশ হয়েছিল।
আলমডাঙ্গা থানার বিদায়ী অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া নবাগত অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নিকট থানার দায়িত্বভার বুঝিয়ে দেন।