১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৪ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১৩, ২০২৪
112
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির-২০২৪ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর শনিবার আলমডাঙ্গায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা ও পৌর শাখার আয়োজনে হাজী মোড়ে লায়লা কনভেনশন হলে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত হয়।

“দাওয়াত এবং প্রশিক্ষণে, মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়ব সমাজ, সফল হবে আন্দোলন” এ শ্লোগানকে ধারন করে সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া কর্মী শিক্ষা শিবির কর্মশালা চলে দুপুর পর্যন্ত।

কর্মশালায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা পৌর শাখার সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে মেহমান ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সাবেক সদস্য চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এসময় তিনি বলেন, ছাত্রশিবির বাংলাদেশে জমিনে একটি নিয়ামক শক্তি হিসেবে কাজ করে। মাদ্রাসার শিক্ষার্থীরা যেমন সমাজ প্রতিষ্ঠার জন্য সিলেবাসের মাধ্যমে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়। তেমন একজন স্কুলের শিক্ষার্থীকে ছাত্রশিবির তার সিলেভাসের মাধ্যমে ইসলাম সম্পর্কে সম্মক ধারনা দিতে সক্ষম হয়। ছাত্রশিবির মেধাবীদের সংগঠন। বাংলাদেশের সকল সেক্টরে যদি মেধাবীদের সন্ধান করা হয় এবং তাদের অতীত যাচাই করলে দেখা যাবে সে ছাত্রশিবিরের সংস্পর্শে ছিল। ছাত্র শিবিরের কর্মী হবে তার ক্লাসের সবচেয়ে মেধাবী, খেলার মাঠে সেরা খেলোয়ার।


কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ মহসিন এমদাদুল্লাহ জামেন। দারসুল কোরআন নিয়ে আলোচনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর দারুস সালাম। বিশেষ অতিথি ছিলেন জি.এ শাখার আমীর আব্বাস উদ্দীন, আলমডাঙ্গা পৌর সেক্রেটারী মুসলিম উদ্দীন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সভাপতি ও আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক শফিউল আলম বকুল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সাবেক সভাপতি কাইয়ুম উদ্দীন হিরক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী সাগর আহমেদ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জি.এ শাখার সভাপতি শাওন হোসেন রুমনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা আদর্শ থানা শাখার সভাপতি রবিউল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হারদি কলেজ শাখার সভাপতি ইমরান হোসেনসহ আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ এবং কর্মশালায় আগত কয়েকশ শিক্ষার্থী।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram