১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জেলা কৃষকলীগ নেত্রী রাঙাভাবির কুকীর্তির বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১৩, ২০২৪
61
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় জেলা কৃষকলীগ নেত্রী সামসাদ রানু ওরফে রাঙ্গা ভাবী“র নানা অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোর শুক্রবার সকালে শহরের আলিফ উদ্দিন রোডস্থ আলতায়েবা মোড়ে সামসাদ রানুর নানা অপকর্ম তুলে ধরে মানববন্ধন করে আলমডাঙ্গা সর্বস্তরের জনগণ।


মানববন্ধনে বক্তরা বলেন, সামসাদ রানু এরশাদপুর চাতাল মোড়ের বাড়িতে বিভিন্ন জায়গা থেকে দেহ পসারিনী নিয়ে এসে ব্যবসা করে। স্বৈরাচরী আওয়ামীলীগের আমলে সামসাদ রানু ক্ষমতার অপব্যবহার করে মানুষকে নানাভাবে হয়রানি করেছে। তার বিরুদ্ধে কেউ কথা বললে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। এক সময়ে আলমডাঙ্গা থানার এক ওসির বেড শেয়ার করার সুবাদে রাঙাভাবি ভয়ঙ্কর হয়ে উঠেন। দীর্ঘ বছরব্যাপী তার দেহ ব্যবসা ওপেন সিক্রেট।

এখন বয়সের কারণে নিজের চেহারার জৌলুস হারিয়েছেন। নিরুপায় হয়ে ব্যবসার ধরণ পরিবর্তন করেছেন। এক সময়ে নিজে পতিতাবৃত্তি করতেন, এখন বিভিন্ন স্থান থেকে পতিতা নিয়ে এসে বাড়িতে রেখে ব্যবসা করিয়ে কমিশন খান। উঠতি প্রজন্মের চরিত্র রক্ষা করা ভীষণ চ্যালেঞ্জ হয়ে পড়েছে সমাজের এই দুষ্টক্ষত রাঙাভাবির জন্য। তাকে এই মুহুর্তে রুখে দেওয়া দরকার। এ ব্যাপারে বক্তারা প্রশাসনের পদক্ষেপ দাবি করেছেন। প্রশাসন ব্যর্থ হলে এলাকাবাসী নিজেরা আইন হাতে তুলে নিতে দ্বিধা করবেন না বলে প্রশাসনকে সতর্ক করেন।


মানববন্ধনে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ মালিথা, চান্দ আলী, গোলাম মোস্তফা, মন্টু আলী, খন্দকার আব্দুর কাদের, আওয়াল কবীর, আক্তারুজ্জামান লুলু, বিল্লাল হোসেন, মন্নি শাহ, বিপ্লব হোসেন, শাকিব হাসান, আব্দুল্লাহ আল নোমান, সাইরাস মেহেধী লাবলু, শোভন আলী, ইমরান হোসেন, ঝন্টু আলী, মিলন হোসেন, আরিফুল ইসলাম, জাইদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram