১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা বাবুপাড়ার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আর নেই

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১৩, ২০২৪
54
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা বাবুপাড়ার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে চিকিসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না ইল্লাহি……….রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭২ বছর। ১০ অক্টোবর দিনগত রাত ৩টার দিকে মারা যান তিনি। শুক্রবার বাদ জুম‘আ দারুস সালাম কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।


জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ার মরহুম মোজাম্মেল হকের ছেলে নাজিম উদ্দিন(৭২)। তিনি যুদ্ধ পরবর্তি সময়ে আলমডাঙ্গা শহরে ব্যবসা করতেন। তিনি বেশ কিছুদিন আগে স্ট্রোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তারপর তার শরীরে বাসা বাধে নানান রোগব্যাধি। দেশের নামীদামি বিভিন্ন হাসপাতালে ডাক্তারের নিকট চিকিৎসা শেষে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। ১০ অক্টোবর দিন গত রাতে তিনি মারা যান। একমাত্র ছেলে মামুনুজ্জামান স্বপন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। ১১ অক্টোবর বাদ জুম‘আ আলমডাঙ্গা দারুস সালাম ঈদগা ময়দানে রাষ্ট্রীয় মর্য়দা গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গণি মিয়া উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু, মাওলানা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা ডা. সাবুদ্দিন আহমেদ সাবু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা খন্দকার ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনি মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, বীর মুক্তিযোদ্ধা উম্বাদ আলী জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দীক, বীর মুক্তিযোদ্ধা মোহাব্বত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা শমসের আলী মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মহসিন আলীসহ বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী শহরের গন্যমাণ্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram