১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দ্রব্যমূল্যের পাগলাঘোড়া রুখতে মাঠে থাকার ঘোষণা দিলেন উপজেলা নির্বাহী অফিসার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১৩, ২০২৪
45
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা জনসাধারণের। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের সর্বনাশ করে ছাড়ছেন। একবার যে পণ্যের দাম বাড়েছে, তা আর কমেছে না।


নিত্যপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে নানা পেশাজীবী মানুষ, সাধারণ জনগোষ্ঠীর জীবন বিপন্ন করে তুলেছে। আয় না বাড়লেও নিত্যদিনের প্রয়োজনীয় সব দ্রব্যের মূল্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে মানুষের জীবন এখন অতিষ্ঠ ।


দ্রব্যমূল্যের পাগলাঘোড়া রুখতে মাঠে থাকার ঘোষণা দিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
১১ অক্টোবর শুক্রবার ছুটির দিনে বাজার মনিটরিং করতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।


তিনি ডিম ব্যবসায়ী, কাঁচাবাজার ও বিভিন্ন আনাজপাতির পাইকারি আড়তে যান। তিনি ব্যবসায়ীদের ক্রয়/ চালান রশিদ সংগ্রহে রাখতে পরামর্শ দেন ও মূল্যতালিকা ঝুলিয়ে দিতে নির্দেশ দেন। ডিমসহ স্বানীয়ভাবে উৎপাদিত পণ্যের মূল্য অন্যান্য স্থানের সাথে সঙ্গতি রেখে কারসাজি করতে নিষেধ করেন। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য স্বল্প লাভে মানুষের ক্ষয়ক্ষমতার ভেতর রাখতে পরামর্শ দেন। বাজার মনিটরিং 'র ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত আলমডাঙ্গা পৌর সভা স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ আলা উদ্দিন, কাচাঁমাল আড়ৎ ব্যবসায়ী সমিতির সভাপতি ইমরুল কায়েস প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram