১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গার পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১৩, ২০২৪
159
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার বিভিন্ন শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ। ১১ অক্টোবর শুক্রবার দুপুর থেকে তিনি দলের নেতাকর্মিদের সাথে আলমডাঙ্গা পৌরসভা ও কালিদাসপুর গ্রামের সকল পূজা মন্ডন পরির্দশন করেন।


শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনকালে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ বলেন, ধর্ম যার যার, দেশ সবার, সবাই আমরা মানুষ, সবাই আমরা বাংলাদেশি। হিন্দু মুসলিম সকলেই ভাই ভাই এখানে কোন ভেদাভেদ নাই। ইতিপূর্বে দূর্গা পূজা যেভাবে অনুষ্ঠিত হয়েছে এবার তার থেকে বেশি আনন্দঘন পরিবেশে ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত হবে।


এ সময় তিনি আরো বলেন, আপনাদের যে কোন সমস্যায় আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, মনে রাখবেন সব সময় আপনাদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিল, আছে এবং থাকবে।
তিনি আরো বলেন, আপনাদেরকে যদি কেউ সংখ্যালঘু বলে তা হলে আপনারা সাথে সাথে তার প্রতিবাদ করবেন, কারন বাংলাদেশে সংখালঘু বলে কোন শব্দ নেই, থাকবে না, এই দেশ সম্প্রতির দেশ, এই দেশ আপনার আমার সবার, আমরা সবাই বাংলাদেশি।


পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক জয়ন্ত কুমার সিংহ, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, পৌর বিএনপির সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য এমদাদুল হক ডাবু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, সাধারন সম্পাদক বিশ্বজিৎ সাধুখাঁ, পরিমল কুমার ঘোষ কালু, আলমডাঙ্গা রথযাত্রা কমিটির সভাপতি সুশীল কুমার ভৌতিকা, চুয়াডাঙ্গা সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপির সহসাধারন সম্পাদক মহাবুল হক, পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মালিথা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন কনক, যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল কাদের, হাফিজুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের কামরুজ্জামান হিমেল, সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, উপজেলা ছাত্র দলের আহবায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসান রিংকু, সদস্য সচিব মাহমুদুল হাসান তন্ময়, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান রাজুসহ উপজেলা, পৌর ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram