আলমডাঙ্গায় পুজামন্ডব পরিদর্শন করলেন বিএনপি নেতা টিলু উস্তাদ

আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলুসহ বিএনপির নেতৃবৃন্দ পৌর সভার রথতলা দুর্গা মন্দির, হরিতলা দুর্গা মন্দির, কালিদাসপুরসহ বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন।
এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে যার যার ধর্ম তারা তা পালন করবেন। আমরা হিন্দু-মুসলমান ভাই ভাই। কবির ভাষায় - একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। এখানে আপনারা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করেন। কেউ যদি কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আমাদের নেতা কর্মিরা সজাগ আছে, বিএনপি আপনাদের পাশে আছে, ভবিষতেও থাকবে।
পূজামন্ডব পরিদর্শনকালে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কৃষকদল নেতা বোরহান উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা আক্তরুজ্জামান, বিএনপি নেতা মহিউদ্দিন, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী হোসেন, যুবদল নেতা রহিদুজ্জামান রহিত, সোহেল রানা, রাসেল, মহির উদ্দিন, মিজানুর রহমান, মহাবুল হোসেন মেম্বার, মানোয়ার হোসেন মাষ্টার, জাহিদ হাসান, রাজন আলী, বাদল হোসেন, চপ্পল আলী, জয়, ফিরোজ মিয়া।
মন্দির কমিটির নেতৃবন্দের মধ্যে উপস্থিত ছিলেন রথতলা দুর্গা মন্দির কমিটির সভাপতি বিদ্যুৎ কুমার সাহা, সাধারণ সম্পাদক অসিম কুমার সাহা, কালিদাসপুর মন্দির কমিটির সভাপতি সুশিল কুমার ভৌতিকাসহ অন্যান্য নেতৃবৃন্দ।