১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মহা অষ্টমীর আনন্দঘন অনুষ্ঠানে পরিবারের সাথে যোগ দিতে পারলেন না আলমডাঙ্গার সৌরভ পাল

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১৩, ২০২৪
87
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

এবারের দুর্গোৎসবের মহানন্দে নিজেকে হারিয়ে ফেলতে চেয়েছিলেন সৌরভ পাল। চার বছরের মেয়ে ও স্ত্রীকে মা দুর্গার সাজে সাজিয়ে শহরময় পুজামন্ডপে পুজামন্ডপে ঘুরতে চেয়েছিলেন। কিন্ত সব আয়োজন ফেলে জীবন থেকেই তিনি হারিয়ে গেলেন। একটি ট্রাক দুর্গোৎসবের আনন্দমুখর পুরো পরিবারে বিষাদের কালো ছায়া ফেলে দিয়েছে। গতকাল শুক্রবার অষ্টমীতে রাজশাহীর চাপাইনবাবগঞ্জের কর্মস্থল থেকে আলমডাঙ্গায় বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় মারা যান টগবগে যুবক সৌরভ পাল। একটি সংবাদ আলমডাঙ্গার সনাতন ধর্মাবলম্বীদের বাসস্থান সোনাপট্টি ও সৌরভের বন্ধুমহলে দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে ¤øান হয়ে যায়। একমাত্র সন্তানকে হারিয়ে সৌরভের বাবা ধীরেন পাল ও মা পাগল প্রায় হয়ে গেছেন। স্ত্রী হয়ে পড়েছেন কিংকর্তব্যবিমুঢ়।


সৌরভ পাল আলমডাঙ্গার সোনাপট্টির ধীরেন পালের একমাত্র ছেলে। তার ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তিনি রাজশাহীর চাপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুতে চাকরি করতেন। বৃহস্পতিবার সরকারী ছুটি থাকলেও সৌরভ বাবা-মা, স্ত্রী-কন্যার জন্য বৃহস্পতিবার দিনভর পুজোর কেনাকাটা করেন। শুক্রবার সকালে নিজের মোটরসাইকেল নিয়ে তিনি আলমডাঙ্গার উদ্দেশ্য রওনা দেন। তিনি রাজশাহীর হরিপুর এলাকায় পৌঁছলে একটি ড্রাম ট্রাক সৌরভের গায়ের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।


ঘাতক ট্রাক পালিয়ে গেলে স্থানীয়রা সম্পুর্ন অপরিচিত সৌরভকে মৃত অবস্থায় উদ্ধার করে। মৃত্যুর খবর কীভাবে স্বজনদের জানানো যায় এ নিয়ে বিপাকে পড়েন তারা। এসময় পথচারীর একজন সৌরভের পকেট থেকে মোবাইল বের করে তার আঙ্গুল দিয়ে মোবাইলের লক খোলেন। এরপর ফেসবুকে গিয়ে সৌরভের আইডিতে ছোট্ট একটি পোস্ট দেন,'এই আইডির মালিক কিছুক্ষণ আগে সড়ক দুর্ঘটনায় মারা যান।' এরপরই সৌরভের পরিবার মোবাইলে ওই পথচারীর সাথে কথা বলে সব নিশ্চিত হন।


বিকেলে সৌরভের মরদেহ রাজশাহীর হরিপুর থেকে আলমডাঙ্গার শোকাবহ সোনাপট্টিতে আনা হয়। কিছুক্ষণের মধ্যেই দুর্গোৎসবের সব আনন্দ স্তিমিত হয়ে যায়।


সৌরভের বন্ধমহল জানান, নির্মম দুর্ঘটনায় সৌরভের মৃত্রু খুব বেদনাদায়ক। রাতেই আলমডাঙ্গা মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram