২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন প্রফেসর ড. মফিজুর রহমান

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৯, ২০২৪
189
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মো: মফিজুর রহমান। তিনি দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। তিনি ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ মোতাবেক ৮ অক্টোবর মঙ্গলবার আলমডাঙ্গা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। সরকারিকরণের পর তিনি ২য় অধ্যক্ষ হিসেবে আলমডাঙ্গা সরকারি কলেজে দায়িত্ব পালন করবেন।


ইতোপূর্বে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জে এম আব্দুর রকীব আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আলমডাঙ্গা থেকে কুষ্টিয়া মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি হয়ে যান।


প্রফেসর ড. মো: মফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি করেন। ১৬ তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজে দর্শন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। সর্বশেষ তিনি দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।


প্রফেসর ড. মো: মফিজুর রহমান সাতক্ষীরা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি একটি কন্যা সন্তানের জনক। তাঁর সহধর্মিনী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে পড়াশোনা শেষে করে সরকারি চাকুরী করেন ।


তাঁর যোগদান উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংবর্ধনা ও মতবিনিময় সভায় আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনয়েমের সভাপতিত্বে এবং আলমডাঙ্গা সরকারি কলেজের ভ‚গোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ড. মহবুব আলমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সাইদুর রহমান আলমডাঙ্গা সরকারি কলেজের সহকারি অধ্যাপক শেখ শফিউজ্জামান, গোলাম সরোয়ার, ইকবাল হোসেন, রাহাত আরা, দিলরুবা শিরিন, মহিতুর রহমান, রেজাউল করিম, প্রভাষক জেসমিন আরা খানম, শরিয়ত উল্লাহ, মনিরুজ্জামান, কামিনী সুলতানা, আব্দুস সেলিম, তাপস রশীদ, মাকসুদুর রহমান, রাশেদুল মোমিন, মাহফুজুর রহমান, রাশেদুল কবীর, সাব্বির হোসেন, মুহাঃ আব্দুল হাই, জিয়াউর রহমান, আব্দুল মালেক, হাসিবুল হক, সোহেল রানাসহ আলমডাঙ্গা সরকারি কলেজের সকল শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। এদিকে আলমডাঙ্গা সরকারি কলেজের নবনিযুক্ত আলমডাঙ্গা অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মফিজুর রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা আদর্শ থানা ও পৌর শাখা। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর শাখা সভাপতি আক্তারুজ্জামান, পৌর সেক্রেটারি সাব্বির রহমান, আলমডাঙ্গা আদর্শ থানা শাখার সভাপতি রবিউল ইসলাম, থানা সেক্রেটারি খালিদ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram