২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নির্মাণ শ্রমিক তসবিরের মারা যাওয়ার ঘটনায় সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৯, ২০২৪
140
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের সশস্ত্র হামলায় গুরুতর আহত নির্মাণ শ্রমিক তসবিরের চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনায় সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করেছেন আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের উসমান গনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি গত ৬ অক্টোবর চুয়াডাঙ্গার বিভিন্ন পত্রিকায় মনোয়ারুল হোসেন টুটুলের করা সংবাদ সম্মেলনের বিষয়বস্তুকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।


এ ব্যাপারে পাল্টা সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন যে, ভুয়া দলিল দেখিয়ে আমার পৈত্রিক জমি মনোয়ারুল হোসেন টুটুল তার দুই ভাই ও ভাড়াটিয়া গুন্ডা নিয়ে দখল করতে যান। আমরা বাঁধা দিলে আমাদের ওপর সশস্ত্র হামলা চালায়। মনোয়ারুল হোসেন টুটুলের নেতৃত্বে ভাড়াটিয়া গুন্ডা আমিন ও তসবিরকে নিয়ে হামলা করে আমাদের জমিতে ইটের প্রাচীর শুরু করে।

ভাড়াটিয়া গুন্ডাদের রামদায়ের হামলায় আমি ও আমার বড় ভাই মহিউদ্দিন রক্তাক্ত জখম হই। আমরা প্রথমে আলমডাঙ্গা ফাতেমা টাওয়ার হাসপাতালে ভর্তি হতে আসি। ফাতেমা টাওয়ারেও টুটুলের গুন্ডারা আমাদের ওপর দ্বিতীয়বার হামলা করে। এরপর আমরা স্টেশনরোডের ডক্টরস কেয়ার এন্ড স্পেশালাইজড হসপিটালে যাই। টুটুলের সন্ত্রাসীদের একের পর এক আক্রমনে চিকিৎসা না পেয়ে আমাদের অবস্থার আরও অবনতি হয়। উপায়ান্তর না পেয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হই।


অথচ, মনোয়ারুল হোসেন টুটুল ১১ আগস্ট আমাদের আঘাতে তসবিরের মৃত্যু হয়েছে বলে ৬ অক্টোবর সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। উসমান গনি সংবাদ সম্মেলনের মাধ্যমে মনোয়ারুল হোসেন টুটুলের সব সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram