১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারের হাজি শফিক উদ্দিন বাবু আর নেই

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৯, ২০২৪
63
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারের মরহুম মহিউদ্দীন মিয়ার মেজ ছেলে সকলের পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী ধর্মপ্রাণ ও সামাজিক ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ শফিক উদ্দিন বাবু (৬৬)আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার সকাল সাড়ে ১১টায় হাট বোয়ালিয়ার নগর বোয়ালিয়া কবরস্থানে একটি জানাজা শেষে মোটরসাইকেলে ফিরে বাড়ির সামনে জ্ঞান হারিয়ে পড়ে যান। এই সময়ে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাজী শফিক উদ্দিন বাবু হাট বোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি, মসজিদ কমিটির ক্যাশিয়ার,ও বাজার কমিটির সহ-সভাপতি ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ,এক ছেলে,এক মেয়ে,নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


গতকাল বিকাল ৫টায় হাট বোয়ালিয়া বাজারে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।


রাত সাড়ে আটটায় হাট বোয়ালিয়া - নগর বোয়ালিয়া কেন্দ্রীয় কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।


জানাজায় উপস্থিত ছিলেন , জামায়াতে ইসলামী বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা আমীর জনাব রুহুল আমীন, জেলা সেক্রেটারী এ্যাড আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা থানা আমীর মো. দারুস সালাম, সেক্রেটারী মামুন রেজা, সহকারী সেক্রেটারী শফিউল আলম বকুল, জি এ থানা আমীর জনাব আব্বাস উদ্দিন, সেক্রেটারী মাও. মনিরুদ্দিন, ভাংবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমীর কামরুল হাসান সোহেল, হাটবোয়ালিয়া জামে মসজিদের খতিব মাও. লুকমান হুসাইন।


ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদাসহ এলাকার অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানবৃন্দবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram