২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৫১ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৮, ২০২৪
379
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্তরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার সাব- জোনের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা শেষে ৭ অক্টোবর আলমডাঙ্গায় সমাপনী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

সমাপনী প্রতিযোগীতার সাব- জোনে বিজয়ীরা সমাপনী প্রতিযোগীতায় অংশগ্রহন করে।

সমাপনী ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এসময় তিনি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধূলাসহ বিভিন্ন রকম প্রতিযোগীতার আয়োজন করতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা খেলার মাঠে কম আসে। খেলার মাঠ পড়ে আছে। মাঠে নেই খেলায়। বিশেষ করে মোবাইলসহ অন্যান্য ডিভাইসের ব্যবহারের কারণে শিক্ষার্থীরা মাঠে চেয়ে ঘর মুখি হয়ে গেছে। শুধু শিক্ষার্থীরা নয় আমরাও মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে গেছি। আমাদের সবাইকে খেলার মাঠ মুখি হতে হবে। নিয়মিত খেলা ধুলার আয়োজন করতে হবে। সেটা একদিন হোক আর দুই দিনের জন্য হোক।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার ইমরুল হক, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান। উপজেলা ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী সিদ্দীকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষকের মধ্যে আব্দুল হান্নান, মনিরুজ্জামান, আবুল কাসেম মোল্লা, নুরুল ইসলাম দিপু, ফজলুল হক শামীম, মাওলানা ইউসুফ আলী, আব্বাস উদ্দিন, শরিফুজ্জামান লাকি, আবু তৈয়ব, সিদ্দিকুর রহমান, রফিকুল ইসলাম, আবুল কাসেম, রফিকুল ইসলাম, নাসির উদ্দিন, ফরিদুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা আজারুল ইসলাম, মাওলানা আব্দুল লতিফ, ক্রীড়া শিক্ষক আব্দুস সালাম, মহসিন কামাল, মুসফিকুর রহমান, রফিকুল ইসলাম, আবু সামা, হায়াত আলী, ফারুক হোসেন সহ উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram