আলমডাঙ্গার মোটর মালিক সমিতির সভাপতি ও সিনিয়র সহসভাপতি রোগমুক্তির লক্ষ্যে দোয়া

আলমডাঙ্গার আঞ্চলিক মোটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মীর মহি উদ্দিন ও সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মজিবর রহমানের রোগমুক্তির লক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দোয়া মাহফিলে আঞ্চলিক মোটর মালিক সমিতির প্রয়াত সকল সদস্যের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
৫ অক্টোবর শনিবার দুপুরে পৌর বাস টার্মিনালে আঞ্চলিক মোটর মালিক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তরা বলেন, আলমডাঙ্গা পৌর সভার সাবেক মেয়র আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মীর মহি উদ্দিন প্রায় দুই মাস আগে নামাজ পড়তে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের কাছে নিলে তিনি মিনি স্ট্রোক করেছেন বলে জানান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নেওয়া হয়। এক পর্যায়ে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন। কথা বলতে পারছে না। তাকে আরও উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
বক্তরা আরও জানান, আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মজিবর রহমান দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনিও চিকিৎসাধীন রয়েছেন। তিনিও আগের মত চলাচল করতে পারে না।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতির সেক্রেটারি সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক মোটর মালিক সমিতির সহসভাপতি আলহাজ¦ সিরাজুল ইসলাম, মহিনুল মিয়া, ধর্ম সম্পাদক সাহাবুদ্দিন, ক্যাষিয়ার রোকনুজ্জামান সেন্টু, সদস্য আবু সাঈদ, সোহরাব আলী, উজ্জ্বল , রব মিয়া, চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারন সম্পাদক মজিবার রহমান, চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারন সম্পাদক সাহাবুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা হযরত আলী।