আলমডাঙ্গা বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে আলমডাঙ্গা বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।
র্যালি শেষে আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গার সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মোনয়েম, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ইউসুফ আলী, নওলামারি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল লতিফ, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন অ্যাটমসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সরকারি শিক্ষক উপস্থিত ছিলেন।
অপরদিকে, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেরারেশন আলমডাঙ্গা শাখার আয়োজনে বিশ^ শিক্ষক দিবস পালন করা হয়েছে। নৈতিকতার সমন্বয়, পেশাগত দক্ষতা, বৈষম্য দূরীকরণ ও বিভিন্ন শিক্ষা সম্বলিত লক্ষ্য -উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের। শিক্ষক দিবসের র্যালি শেষে আলোচনা সভায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারী আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ফেডারেশনের উপদেষ্টা ও সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, ফেডারেশনের উপজেলা উপদেষ্টা ভোদুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী মাস্টার, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি(জিএ) এবং আফসার উদ্দিন ডিগ্রী কলেজ এর শিক্ষক তাসলিম উদ্দিন।
মাদ্রাসা শিক্ষক পরিষদের সেক্রেটারি ও নওলামারি আলিম মাদ্রাসা প্রভাষক শাহীন শাহিদের উপস্থাপনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সহসভাপতি অধ্যাপক মাওলানা জহুরুল ইসলাম মামুন, জিএ শাখার ফেডারেশনের সভাপতি গিয়াস উদ্দিন, কাওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি হাফেজ জাহাঙ্গীর আলম, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি এম এস জোহা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড: আব্দুর রহমান, মাদ্রাসা শিক্ষক পরিষদ সম্মানিত সভাপতি ও আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা অধ্যাপক মাও শফিউদ্দিন, মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি ও লেগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশকার আলী, সেক্রেটারি জিয়াউল হক জুয়েল, কারিগরি শিক্ষক পরিষদের সেক্রেটারি ও এম এস জোহা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক বেলাল হোসেন, কিন্টার্গাটেন পরিষদের সভাপতি, ও স্কলার স্কুলের পরিচালক সাহাবুল হক, হিফজখানা শিক্ষক পরিষদ সেক্রেটারি হাফেজ জুনায়েদ হোসেন, প্রাইমারী শিক্ষক পরিষদের সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন কলেজ, মাদ্রাসা, স্কুল, কিন্টার্গাটেন ও হিফজখানার শিক্ষক -শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।