বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলমডাঙ্গা পৌর ৫ নং ওয়ার্ড শাখার উদ্দ্যোগে মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আলমডাঙ্গা পৌর ৫ নং ওয়ার্ড শাখার উদ্দ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাতটায় এরশাদপুর মকবুল মোড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আলমডাঙ্গা পৌর বিএনপির ৫ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রশিদ মালিতা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু। এসময় বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরিফের হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের ভেতরে কেউ বিভ্রান্ত সৃষ্টি করবেন না।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিলন, মাহাবুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, রাশেদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জল, চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দীন কনক, যুগ্ন আহ্বায়ক খন্দকার আঃ কাদের, হাফিজুর রহমান।
৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়ালের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পলাশ আহমেদ, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহিদুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান চমক, সাধারন সম্পাদক আব্দুল হক মিন্টু, পৌর যুবদলের সদস্য মিলন মালিতা, হারুন অর রশিদ, লিলি হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, যুগ্না আহবায়ক সাজ্জাদ হোসেন সজীব, পৌর ছাত্রদলের আহবায়ক আতিক হাসান রিংকু, সদস্য সচিব মাহমুদুল হাসান তন্ময়, যুগ্না আবহবায়ক হাবিবুর রহমান রাজু, ৫নং ওয়ার্ড বিএনপি'র সহ-সভাপতি খন্দকার মতিয়ার রহমান, লিয়াকত আলী, বিএনপি নেতা ইব্রাহিম মাহমুদ, আনোয়ার, আরমান, আখতারুজ্জামান লুল, শরিফ, আওয়াল কবির, মামুন, অন্তর, মিন্টু, রেজাউল সহ পৌর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।