আলমডাঙ্গা উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আশীষ কুমার বসু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শেখ গনি মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহেনা পারভীন, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজনীন সুলতানা কনা, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ড. মাহবুবুব আলম, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা,
ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান, হারদি ইউপি চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টু, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান শেখ আশাদুল হক মিকা, গাংনী ইউপি চেয়ারম্যান এমদাদুল হক মুন্সি, বাড়াদি ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, নাগদাহ ইউপি চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ জোয়ার্দ্দার বিপুল, আইলহাস ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ^াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শামীম সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্স ষ্টেশন অফিসার মিজানুর রহমান , মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন আব্দুল হামদি, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম,পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপসহকারি মেডিকেল অফিসার ডা. মনজুরুল হক বেলু প্রমুখ।