৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার মানববন্ধন ও স্মারকলিপি পেশ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২৮, ২০২৪
40
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি জমা দেওয়া হয় । ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদের সামনে উপজেলার সকল মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ মানববন্ধন করেন। পরে তারা আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের নিকট স্মারকলিপি জমা দেন।


মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে আব্দুল হান্নান, নুরুল ইসলাম দীপু, মনিরুজ্জামান, আবুল কাসেম মোল্লা, তৈয়ব আলী, মাওলানা ইউসুফ আলী, ফজলুল হক শামীম, আনোয়ার হোসেন সাগর, আব্বাস উদ্দিন, আব্দুল হামিদ, রফিকুল ইসলাম, ফরিদুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষদের মধ্যে মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা শহিদুল ইসলামসহ আলমডাঙ্গা উপজেলা সকল স্কুল ও মাদ্রাসার প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram