৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের আয়োজনে আলমডাঙ্গায় দ্রোহের গান ও কবিতা সন্ধ্যা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২৩, ২০২৪
63
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

"সময় এখন বায়স্কোপের নয়, সময় এখন বিপ্লবের" এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আলমডাঙ্গায় অনুষ্ঠিত হল " দ্রোহের গান কবিতা" অনুষ্ঠান। শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশ গত রবিবার রাতে উপজেলা মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশ ছাড়াও মূল আকর্ষণ ছিল বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থিদের হৃদয়হরণ উপস্থাপন।


তারা দেশাত্ববোধক সঙ্গীত,কবিতা, তাদের অঙ্গিত গ্রাফিতির প্রামাণ্য উপস্থাপন ও নাটক করেন।
এছাড়া, ওই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদও সঙ্গীত পরিবেশন করেন।

তানজিলা তাবাসসুম তনয়া ও আনিকা আক্তার মাইশার যৌথ সঞ্চালনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন - যারিন হোসেন, ওহী ইশরাক, শারিকা আমিন, সিনথিয়া, প্রীতি সাহা, মাইশা ইশরাফি এশা, জেসমিন, রাহা, পরী, মাসুদ, মালিহা মেহনাজ শায়েরী, তানজিলা তাবাসসুম তনয়া, আরফিন জামান অবিকা, অরিত্র সূত্রধর, জান্নাতুল ফেরদৌস রাহা, নাজিফ হাসনাত, কামরুজ্জামান সিফাত, শারিকা আমিন, তাসনিম ফাতেমা, রজনী, আবিদ, জুঁই, মায়াবী, সাকিব, অর্ঘ্য, আহাদ, সোহান , তাসিন,শীতল, ইরা, নাফি, আসিফ ও রাতুল।


শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের কবি আসিফ জাহান, এমদাদ হোসেন ও উম্মে হালিমা কাঞ্চন কবিতা আবৃত্তি করেন।


মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আশরাফুল আলম লুলু, তবিবুর রহমান মাস্টার, আশরাফুল হক পান্না মাস্টার, মোস্তাফিজুর রহমান মোমিন, উস্তাদ রেজাউল হক ও উস্তাদ কমলকান্তি চক্রবর্তী সঙ্গীত পরিবেশন করেন।


তবলা বাদনে সঙ্গত দেন উস্তাদ সুশীল কুমার কর্মকার।


শুভেচ্ছা বক্তব্য রাখেন শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক সাংবাদিক রহমান মুকুল।


অনুষ্ঠানে আলমডাঙ্গা কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন মিয়া, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের সভাপতি সাহিত্যিক আতিকুর রহমান ফরায়েজী, সাহিত্যিক পিন্টু রহমান, এরশাদপুর এতাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামিম, লিমা খাতুন, আফরোজা খুশি, সাজ্জাত হোসেন, সিনিয়র সাংবাদিক ফিরোজ ইফতেখার, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, শাহারিয়ার শরিফ, এম সনজু প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram