আলমডাঙ্গায় কিশোরকণ্ঠ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আলমডাঙ্গা পৌর শাখার কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কর্তৃক কিশোরকণ্ঠ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “ বিশ্বাস বুকে এগিয়ে চলো তোমরা তো দুর্জয়, স্বপ্ন যখন দ্বীনের বিজয় আসবে তো নিশ্চয়” এ শ্লোগানকে ধারন করে ২২ সেপ্টেম্বর আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কিশোরকণ্ঠ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কিশোরকণ্ঠ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে আলমডাঙ্গা পৌর শাখা ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাফেজ মোঃ মহসিন এমদাদুল্লাহ জামেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার অর্থ সম্পাদক মোতালেব হোসেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরামের আলমডাঙ্গা পৌর শাখার সাবেক পৌর সভাপতি মোঃ নাজমুস সালেহীন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পৌর সেক্রেটারী সাব্বির রহমান প্রমুখ।