আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়
" বিদায়ী নির্বাহী অফিসারের ভালো কাজের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। যতদিন এই উপজেলায় আছি, ততদিন আপনাদের সহযোগিতা চাই। আমার কোন কাজ আপনাদের নেতিবাচক মনে হলে তা জানাবেন। আলমডাঙ্গাবাসী ভালো কাজের জন্য যে সকল নির্বাহী অফিসারকে মনে রেখেছেন, তাঁদের মত স্মরণীয় কর্মকান্ড করে যেতে চাই।"
আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত বক্তব্য রাখেন সদ্য যোগদানকারী আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলাম।
এ সময় তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাদের রিপোর্টে সমাজ প্রতিফলিত হয়। ফলে তাদের গুরুত্ব অনেক। তিনি আরও বলেন, আলোকিত সমাজ-,সভ্যতা নির্মাণে সাংস্কৃতিক কর্মকান্ড ও ক্রীড় চর্চার উপর গুরুত্ব দেওয়া হবে। উচ্চ শিক্ষায় পশ্চাদপদতার কারণ অনুসন্ধান করে তা নিরসনে পদক্ষেপ নেওয়া হবে। ধারাবাহিকভাবে বাজার মনিটরিং করা হবে।"
এ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার ব্যুরো প্রধান রহমান মুকুল, দৈনিক ইত্তেফাক ও দৈনিক আকাশ খবরের প্রতিনিধি ফিরোজ ইফতেখার, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন, সিনিয়র সহ-সভাপতি রাশেদুজ্জামান রাজীব, সহ সভাপতি তানজির আহমেদ হিরো, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এম সনজু আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল্লাহ হক, সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম, আইসিটি বিষয়ক সম্পাদক কাজী সোহাগ, কার্যনির্বাহী সদস্য ইউনুছ আলী মন্ডল, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সংবাদিক অনিক সাইফুল, সোহেল হুদা, ইখলাস উদ্দিন, দেলোয়ার হোসেন।