আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের সাথে বিএনপির নেতাকর্মীদের মতবিনিময়
সদ্য যোগদানকারী আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলামের সাথে উপজেলা সাবেক বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলুর নেতৃত্বে নেতাকর্মিরা সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। গতকাল বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু উস্তাদ, সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক চেয়ারম্যান চান্দ আলী, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, বাড়াদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ পারভেজ, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, বিএনপি নেতা রেজাউল হক, ডাক্তার আলাউদ্দিন, আব্দুল ওহাব মাস্টার, মহিন উদ্দীন, শরিফুল ইসলাম, সাবেক যুবদল নেতা জাহাঙ্গীর কবীর মুকুল, পৌর যুবদলের আহবাক নাজিম উদ্দিন মোল্লা, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিন্টু প্রমুখ।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে তা প্রতিরোধ করতে অনুরোধ জানান।
আওয়ামী আমলে স্বজনপ্রীতি ও নিজেদের দলের নেতাকর্মীদের মধ্যে ভাগাভাগি করে নেওয়া টিসিবি ও ওএমএস 'র কার্ড এবং ডিলারশীপ দ্রæত বাতিলের দাবি জানান। চাঁদাবাজি ও অনিয়ম কঠোর হাতে দমন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির দ্রæত উন্নয়ন করতে পদক্ষেপ শুরুর অনুরোধ জানান। রেজিস্ট্রি অফিসের লাগামহীন দূর্নীতি, অনিয়ম, ঘুষ, চাঁদাবাজি দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন। নতুন করে দলিল লেখকদের সমিতি গড়ে তুলে যারা আওয়ামী জাহেলিয়াত সৃষ্টির অপচেষ্টা করবে তাদের কঠোর হাতে দমনের পরামর্শ দেন। এ অপকর্মে কোন বিএনপি নেতাকর্মী জড়িত থাকলেও তাদের ছাড় না দিতে বলেন।
তারা আসন্ন দূর্গাপুজাকে কেন্দ্র করে যাতে আইনশৃঙ্খলা অবনতি না ঘটে, শান্তিপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় থাকে সে ব্যাপারে উদ্যোগ নিতে পরামর্শ দেন। একই সাথে পূজা নিয়ে যাতে রাজনৈতিক ইস্যূ সৃষ্টির অপচেষ্টার সুযোগ কেউ না পায় সে ব্যাপারেও সজাগ থাকতে পরামর্শ দেন। এ সব ইতিবাচক কর্মকান্ডে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।