আলমডাঙ্গায় এসএসসি-৯২ ব্যাচের বন্ধু আক্তারের আত্মার মাগফেরাত কামনায় ও দোয়া ও কমিটি গঠন
আলমডাঙ্গায় এসএসসি-৯২ ব্যাচের বন্ধু আক্তার হোসেনের মৃত্যুতে বন্ধু সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে ৯২ এসএসসি ব্যাচের আলমডাঙ্গা উপজেলা কমিটি গঠন করা হয়।
আলোচনা সভায় ওহিদুল ইসলাম বাবুর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারী বহুমুখি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আফিল উদ্দিন। দোয়া পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাও: ইছাহক আলী।
নাসির উদ্দিনের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলিহীম মাষ্টার, আসাদুজ্জামান আসাদ, নাজমুল করিম মিল্টন, আব্দুল কুদ্দুস, মনিরুল ইসলাম, আব্দুর রশীদ, আব্দুর রাজ্জাক, মোস্তাক আহম্মেদ, হাবিব মাস্টার, মুকুল হোসেন, ইদ্রিস মাস্টার, জাকারিয়া বাবু, সায়েম বিশ্বাস, ফারুক হোসেন, প্রফেসর সেলিম উদ্দিন, আশরাফুল হক, রানা আহম্মেদ, আব্দুল আলিম, বাপ্পি সিহি, ইকরামুল হক মিলন মাষ্টা, আব্দুস সামাদ প্রমুখ।
আলোচনা সভা শেষে সভায় উপস্থিত সবার সর্বসম্মতি ক্রমে ওহিদুল ইসলাম বাবুকে সভাপতি, আলিহীম মাস্টারকে সাধারণ সম্পাদক মনোনীত করে এসএসসি-৯২ ব্যাচের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহম্মেদ, কোষাধ্যক্ষ হাবিব মাষ্টার। গঠিত এ কমিটির নেতৃবৃন্দ পরবর্ত্তী বৈঠকে বাকি সদস্যদের মনোনীত করবেন বলে সিদ্ধান্ত গৃহিত হয়।