আলমডাঙ্গার বেলগাছী বোর্ড বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষে আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ জামায়াত ইসলামী বেলগাছী ইউনিয়ন শাখার আয়োজনে বেলগাছী বোর্ড বাজারে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বেলগাছী ইউনিয়ন জামায়াতের আমীর আমান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমীর ডাউকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী মাস্টার।
এসময় তিনি বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) কে যেমন কোরআনের দাওয়া দেওয়ার কারণে মক্কায় থাকতে দেওয়া হয়নি। তেমনি আমাদের দেশে কুরআনের দাওয়া যাতে না দিতে পারি সেজন্য আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে ঘরে ঘুমাতে দেয়নি। আমাদেরকে জেলে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে হত্যা করেছে স্বৈরাচারী সরকার। দেখুন আমরা আজ খোলা আকাশের মুক্ত পাখির মত ঘুরে বেড়াচ্ছি। মানুষের নিকট ইসলামের দাওয়ার পৌঁছে দিচ্ছি। ওই স্বৈরাচারী সরকার আমাদের দলের নিবন্ধন বাতিল করে বাংলাদেশ জামায়াত ইসলামীর নাম মুছে দিতে চেয়েছিল। আজ তারা নিজেই দেশ থেকে পালিয়ে গেছে। তারা আর কোনদিন এদেশে ঘুরে আসতে পারবে না। বাংলাদেশে কুরআন হাদিসের আইন প্রতিষ্ঠা করতে ইসলামের দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে সকলকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, সহকারি সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, ডাউকি ইউনিয়ন জামায়াতের আমীর সজীবুর রহমান, বেলগাছী ইউনিয়ন ওলামা ভিাগের সভাপতি শহিদুল ইসলাম। বেলগাছী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শওকত আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন বেলগাছী ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণের সভাপতি আশরাফুল আলম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ওয়ার্র্ড সভাপতি জাহাঙ্গীর আলম, আহসান হাবীব, রাজন আলী, জয়নাল আবেদীন, মানোয়ার হোসেন, আতিয়ার রহমান, লুৎফর রহমান, ইউনুস আলী, রওশন শেখ, আনোয়ার হোসেন, বাবলু রহমানসহ কয়েকশ ইউনিয়ন জামায়াতের কর্মিবৃন্দ।