আলমডাঙ্গায় নতুন বইয়ের প্রকাশনা উৎসব


আলমডাঙ্গায় নতুন বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. শুক্রবার বিকেলে আলমডাঙ্গা বণিক সমিতি ভবনের চতুর্থ তলায় নিমগ্ন পাঠাগার কক্ষে খোন্দকার রোকনুজ্জামান স্যারের নতুন গবেষণা গ্রন্থ 'পর্দা-অবরোধ-প্রগতি'র প্রকাশনা-উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত লেখক তার বই সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা ইমদাদুল হক, ইলিয়াস আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহ, কাজল আহমেদ, আনোয়ার জাহিদ রানা, শাহাবুল ইসলাম, আবু বকর সিদ্দিক, একতা ইবনে বারী, আফনাব আহমাদ নাহিয়ান, মো: সোহেল রানা, ওয়ারিদ রায়হান, মো: রাহিম উদ্দীন, নাদিউজ্জামান রিজভী, শুয়াইব হোসেন টিনু, আল ইমরান বকুল, খো: আসাদুজ্জামান, বদিউজ্জামান বাদল, মো: শাহাজান ও মো: বেলায়েত হোসেন বিপু প্রমুখ।
উল্লেখ্য, লেখক খোন্দকার রোকনুজ্জামান ১ সেপ্টেম্বর ১৯৬৮ সালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার পারকুলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার লিখিত গ্রন্থের মধ্যে রয়েছে 'আল কুরআন : এক মহাবিস্ময়', 'বিশ্বাসহীনতার দুঃস্বপ্ন', 'An Easy Way of Learning English', 'নারীর উত্তরাধিকার ও অর্থনৈতিক মুক্তি', 'ইসলামে নারীর মর্যাদা' ও 'মধুপূর্ণিমার চাঁদ'। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।