২০১৭ সালের ৩৮তম বিসিএস-এ আলমডাঙ্গা উপজেলায় উত্তীর্ণ ১০ কে ফুলেল অভ্যর্থনা
২০১৭ সালের ৩৮তম বিসিএস-এ আলমডাঙ্গা উপজেলায় উত্তীর্ণ ১০ জনকে আলমডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল অভ্যর্থনা হয়েছে। ২৩ আগস্ট আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান উত্তীর্ণদের বাড়ি বাড়ি ফুল ও মিষ্টি নিয়ে উপস্থিত হন। এ সময় তিনি সকলের পেশাগত সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
আলমডাঙ্গা উপজেলার ৩৮তম বিসিএস-এ উত্তীর্ণরা হলেন, আলমডাঙ্গা গোবিন্দপুরের নজরুল ইসলামের মেয়ে নাসরিন সুলতানা প্রমা (অডিট এন্ড অ্যাকাউন্টস), বেগুয়ারখাল গ্রামের আব্দুর রহিমের ছেলে রুহুল আমিন ( এডুকেশন টিটিসি) ,
তিওরবিলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে এম জে সোহেল ( বাংলাদেশ পুলিশ ),
মাজু গ্রামের মীর নজীবুল ইসলামের ছেলে মীর রাকিবুল ইসলাম রবিন ( অ্যাগ্রিকালচার),
বাঁশবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে রাগীব ইসলাম এডুউকেশন)
মাজহাদ গ্রামের ইকবাল আহমেদের মেয়ে আয়েশা সিদ্দিকা ( অ্যাসিস্ট্যান্ট সার্জন),
পাইকপাড়া গ্রামের আতিয়ার রহমানের মেয়ে আকতার বানু ( এডুকেশন),
ভোগাইল বগাদী গ্রামের আজিজুল হকের ছেলে নিলন আলী ( রোডস এন্ড হাইওয়ে),
বোয়ালিয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে শিউলী আক্তার ( এডুকেশন)
ও বামানগরের জাবাইরুল ইসলামের মেয়ে নাজনীন সুলতানা ( এডুকেশন)।
প্রসঙ্গত, অ্যাকাউন্ট এন্ড অডিট বিভাগে সম্মিলিতভাবে প্রথম হয়েছেন আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের নাসরিন সুলতানা প্রমা।