৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় আফিয়া নূর বৃত্তি প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৫, ২০২৪
54
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা কলেজিয়ে স্কুলে আফিয়া নূর বৃত্তি প্রকল্প উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আফিয়া নূর ফাউন্ডেশন ট্যালেন্টপল, প্রথম গ্রেড, সাধারন গ্রেড ও বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছে। ৩য় থেকে ৫ম শ্রেনি, ৬ষ্ঠ থেকে ৭ শ্রেনী ও ৮ম থেকে ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হবে।

মতবিনিময় সভায় আফিয়া নূর ফাউন্ডেশনের পরিচালক নূর মোহাম্মদ হুসাইন টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিভাগের সাবেক উপ-পরিচালক ডাঃ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা বিআরটিএ“র সহকারি পরিচালক আলহাজ¦ আতিয়ার রহমান, কার্যকরী পরিষদের চুয়াডাঙ্গা জর্জ কোর্টের অ্যাড. ইকরামুল হক, কুষ্টিয়া দৌলতপুরের উপজেলা মৎস্য কর্মকর্তা খোঃ শহিদুর রহমান জীবন, সদস্য আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুল হান্নান, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসেদুল হক মুনি।

কার্যকরী পরিষদের সদস্য সচিব কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন সদস্য এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, নওলামারী আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা সাহিন শাহীদ, ডাউকি বশিরা মালিক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, আলমডাঙ্গা উপজেলা ইমাম সমিতির সভাপতি ডা. শেখ সাফায়েতুল ইসলাম হিরো, এফ.সি.ইউ.বি’র প্রভাষক সুলতানা ছাখী, পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গৌতম কুমার পাল, প্রাইম পলিটেকনিক ইন্সটিটিউটের সহকারি শিক্ষক ফারহাত জামিল, ফেমাস ইন্টান্যাশনাল স্কুলের পরিচালক মোশারফ হোসেন প্রমুখ। www.acs-edu.com/anf অফলাইনে ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া রেজিষ্ট্র্র্রে চলবে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram