৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা জামায়াত ইসলামী উপজেলা শাখার আয়োজনে ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৫, ২০২৪
72
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

“ তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে” (আল-হাদীস)। সংগঠন সম্প্রসারণ ও মজবুতি করার লক্ষে আলমডাঙ্গায় ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর সকাল ৭টায় আলমডাঙ্গা সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ জামায়াত ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আয়োজনে ইউনিট সভাপতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি বিলাল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান। এসময় তিনি বলেন, আমাদের উপর যে দায়িত্ব রয়েছে তা যদি সঠিকভাবে পালন না করি তাহলে তার জবাব দিহি করতে হবে। সে জন্য প্রত্যেককে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্ব পালনের জন্য একটা প্লান করে নিবেন। নির্দিষ্ট একটা সময় করে নিবেন। সমাজিক কাজের ক্ষেত্রে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। সেদিকে খেয়াল রাখতে হবে। সমাজের মানুষের কাছে গিয়ে তাদের সাথে কথা বলতে হবে। তাদের সুবিধা অসুবিধাগুলো জানতে হবে, বুঝতে হবে। তারপর সেটা সমাধান করার চেষ্টা করতে হবে। তাহলে সেই কাজটা সুন্দর হবে। আর যদি আপনি নিজেকে গুটিয়ে রাখেন তাহলে সমাজের মানুষ আপনার নিকট আসবে না। আপনি যখন সমাজের মানুষের কাজ করে দিবেন। তখন সমাজের মানুষ আপনার নিকট আসবে। তাদের সমস্যার কথা বলবে। আপনি যে মহল্লায় বসবাস করেন সেই মহল্লার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করবেন। তাহলে সংগঠন সম্প্রসারন হবে।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর ও নাগদাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দারুস সালাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, সহকারি সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি জামিরুল ইসলাম, কুমারী ইউনিয়ন জামায়াতের আমীর শফিউজ্জামান মিঠু, কালিদাসপুর ইউনিয়ন জামায়াতের আমীর আসাদুল হক, বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমীর আমান উদ্দিন, জামজামি ইউনিয়ন জামায়াতের আমীর ফজলুর রহমান, নাগদাহ ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল কাদির, জেহালা ইউনিয়ন জামায়াতের আমীর আবদুল আজিজ, খাসকররা ইউনিয়ন জামায়াতের আমীর হারুন অর রশিদ, ডাউকি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুস সালামসহ সকল ইউনিয়নের আমীর, সেক্রেটারি ও ইউনিটের সভাপতিবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram