আলমডাঙ্গা পৌর বিএনপির ১ নং ওয়ার্ড শাখা মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফুটবল খেলায় গোল দেয় একজন, কিন্ত তার পেছনের দশজন খেলোয়াড় মাঠে খেলে গোলের অবশ্যম্ভাবী পরিবেশ তৈরী করে দেয়। স্বৈরাচার খুনি হাসিনার সরকার পতনে বিএনপি দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম করে ৫ আগস্ট ছাত্র জনতা আন্দোলনকে পরিপূর্ণতা দিয়েছে। হাসিনার দেশ ছেড়ে পালানোর পথকে ছাত্র জনতা মিলে তরান্বিত করেছে। আলমডাঙ্গা পৌর বিএনপির ১ নং ওয়ার্ড শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু উপরোক্ত বক্তব্য রাখেন।
১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে পৌর বিএনপির ১নং ওয়ার্ড শাখা মতবিনিময় সভার আয়োজন করে।
পৌর ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহিদুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু বলেন, ৫ আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। ১৫ বছরের আওয়ামী নির্যাতনের অবসান হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে দলকে আরও সংগঠিত করতে হবে। আগামী সংসদ নির্বাচনে শরীফকে এমপি নির্বাচিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আছাবুল হক হেলালের উপস্থাপনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, রাশেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপি সহসভাপতি সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন, জেলা যুবদলের সদস্য আব্দুর রশিদ মঞ্জু, ছাত্র বিষয়ক সম্পাদক কামরুজ্জামান সন্টু, জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, কুমারি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন কনক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল কাদের, ১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি প্রফেসার বজলুর রর্শিদ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাফিজুর রহমান চমক ও সালমান স্বপন প্রমুখ।