৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ জামায়াত ইসলামী বেলগাছী ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৪, ২০২৪
87
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মানবতার সেবা ও দেশ পরিচালনায় যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন এশ্লোগানে আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াত ইসলামী বেলগাছী ইউনিয়ন শাখার আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বেলগাছী ইউনিয়ন জামায়াতের আমীর আমান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।

এসময় তিনি বলেন, আওয়ামীলীগের নেতাকর্মিরা ভোট চুরি করে জোর করে সংসদ ভবনে বসেছিল। দেশের কোটি কোটি টাকা খরচ করে ভোট ভোট খেলার মাধ্যমে তারা ক্ষমতায় গিয়েছিল। নির্বাচন কমিশনার সাহেব আওয়ামীলীগের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রোর হাজার হাজার কোটি টাকা তছরুপ হয়েছে তার জবাবদিহি করতে হবে। এই ভোট ভোট খেলার মাধ্যমে আমাদের দলীয় নেতাকর্মিদের ধরে জেলখানায় পাঠানো হয়েছে । আপনারা দিনের ভোট রাতে করেছেন। আপনারা তো জনগনকে ভয়পান বলেই নির্বাচন দিতে পারেন নাই। আপনারা দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছেন। যার কারণে বাংলাদেশের জনগন আপনাদের বিরুদ্ধে চলে গিয়েছে। ৫ আগস্ট আপনি পালিয়ে গিয়েছেন। ৫ আগস্ট পর্যন্ত আপনার দলীয় কর্মীরা প্রকাশ্যে অস্ত্র হাতে নিরস্ত্র মানুষদের উপরে নির্যাতন করেছে, হাজার হাজার মানুষকে গুলি বর্ষণ করেছেন, গণহত্যা করেছেন, অগ্নি সংযোগ করেছেন।


তিনি আরও বলেন, এখন ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য মাঝে মাঝে আপনাদের কেউ কেউ উঁকিঝুঁকি মারছেন । মেহেরবানী করে দেশটাকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না। আওয়ামীলীগের বন্ধুরা আপনারা এখন পর্যন্ত আমাদের আশেপাশেই ঘোরাঘুরি করছেন। আজকে যদি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের অবস্থা আপনাদের মত হতো, তাহলে আমাদেরকে আপনাদের আশেপাশে ভিড়তে দিতেন না। আমাদেরকে মাটি সাট করে দিতেন। আপনারা তো এখনও ঘোরাফেরা করছেন বাড়িতে আছেন। যদি ঘোলা পানি মাছ শিকারের চেষ্টা করেন তাহলে ছাত্র-জনতা বসে থাকবে না। এই দেশটা আমাদের সবার মুসলিম, হিন্দু খৃষ্টান, জামায়াত, বিএনপি আওয়ামী লীগসহ সমস্ত রাজনৈতিক দলের। আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলে আমাদের এই দেশটাকে পুনর্গঠন করি।


বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, উপজেলা জামায়াতের আমীল দারুস সালাম, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজাম সহকারি সেক্রেটারি প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা উলামা সভাপতি মাওলানা জামিরুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমীর রফিকুল ইসলাম।

বেলগাছী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা শওকত আলীর উপস্থাপনায় উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন জামায়াতের আমীর ফজলুল হক, ডাউকি ইউনিয়ন জামায়াতের আমীর সজীবুর রহমান, বেলগাছী ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক কল্যাণের সভাপতি আশরাফুল আলম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, ওয়ার্র্ড সভাপতি জাহাঙ্গীর আলম, আহসান হাবীব, রাজন আলী, জয়নাল আবেদীন, মানোয়ার হোসেন, আতিয়ার রহমান, লুৎফর রহমান, ইউনুস আলী, রওশন শেখ, আনোয়ার হোসেন, বাবলু রহমানসহ কয়েকশ ইউনিয়ন জামায়াতের কর্মিবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram