৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা কালিদাশপুর ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের উদ্যোগে শহরে সন্ত্রাস বিরোধী মিছিল

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৪, ২০২৪
124
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা কালিদাশপুর ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের উদ্যোগে শহরে সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর রাত ৮ টার সময় মিছিল শেষে আলতায়েবা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা যুবদলে যুগ্ম আহবায়ক রহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। এসময় তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারি হাসিনা সরকারের পতন হয়েছে। আওয়ামীলীগ দীর্ঘ ১৫ বছর এই দেশে শাসন করেছে। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকে আলমডাঙ্গায় দলের নাম ভাঙ্গিয়ে কেউ কেউ চাদা বাজি করছে, তিনি তাদের কঠোর হুসিয়ার করে বলেন যদি কেউ দলের নাম ভাঙ্গিয়ে চাদা দাবী করে তাহলে তাদের পুলিশে হাতে তুলে দিন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, ছাত্রদল নেতা চপল, জয়, জুয়েল, সজিব, প্লাবন, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাউসুল কাউনাইন। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য আক্তারুজ্জামান, যুবদল নেতা সুলতানুল আরেফিন তাইফু, ছাত্রদল ও যুবদল নেতা হাদি, স্বাধীন, রুবেল, রুমন, জাহিদ, তুহিন, লিন্টু, সাব্বির, টিপু, রিপন, কলি, হাসিবুল, ফিরোজ, হাবিবুর রহমান, জিগালা, নয়ন, টনি, আহাদ, রতন আলী, আলফিন, রাব্বি প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram