আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে ছাত্রদল নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাত
আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কলেজ ছাত্রদলের নেতাকর্মিরা আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোনয়েমের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা কলেজ শাখার সাবেক ছাত্রদল নেতা মুন হোসেন, রাজশাহি মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি কাউসুল কাউনাইন রুবেল, আলমডাঙ্গা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন আলী, যুগ্ম আহবায়ক জুনাইদ ইকবাল নাজির, নাজমুল হাসান কলেজ শাখা ছাত্রদলের সদস্য নাহিদ হাসান, সাবেক ছাত্রনেতা শামীম রেজা সাগর, আলমডাঙ্গা উপজেলা ছাএদলের যুগ্ম আহবায়ক সামিউল হাসান সানি, সদস্য সবুজ মিয়া, সেজান , দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি জাহিদ হাসান, আলমডাঙ্গা পৌর ছাএদলের যুগ্ম আহবায়ক লিখন হাসান হিরক, সাঈদ হোসেন কলেজ ছাত্রদল নেতা সাইফ আলম, আকাশ, সাব্বির, রোহান, ইমন, শিলু প্রমুখ ।