আলমডাঙ্গায় নুরানী বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৩, ২০২৪
47
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গায় নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের ত্রৈমাসিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা বা শিক্ষক জোড় অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার আলমডাঙ্গা কাছারীপাড়াস্থ দারুস সুন্নাহ নুরানী একাডেমীর মিলনায়তনে এ শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালা সকাল নয়টায় শুরু হয়ে দুপুর দুইটায় শেষ হয়।
আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমী আয়োজিত এ কর্মশালায় আলমডাঙ্গা উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের অধীনে পরিচালিত ৩০টি নুরানী মাদরাসার শতাধিক মুয়াল্লিম অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম নুরানী বোর্ডের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা নুরুল আবছার এবং সহকারী প্রশিক্ষক পরিদর্শক মাওলানা মোহাম্মদ ইউনুছ।