আলমডাঙ্গার রামদিয়ায় মামলা তুলে নিতে হুমকি
আলমডাঙ্গার রামদিয়ায় গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে হামলায় আহত মাসেম জোয়ার্দ্দারকে মামলা তুলে নিতে হুমকি প্রদান। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ।
ভুক্তভোগী মারফত জানা যায়, আলমডাঙ্গা উপজেলার রামদিয়া গ্রামের মৃত মসলেম এর ছেলে দিনমজুর মাসেম মাঠের কাজ শেষ করে গত ১১আগষ্ট বেলা ১২ টার সময় রামদিয়া নসিমন ষ্ট্যার্ডের নিকট পৌছালে তার উপর পূর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের আওলাদ হোসেন টাকু, গোলাম রসুলসহ বেশ কয়েকজন মারধর করে মারাত্ম জখম করে। এবিষয়ে গত ১৬ আগস্ট আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
তিনি আরও জানান, ২লক্ষ টাকা দিয়ে ৭থেকে ৮ জনকে হত্যার উদ্দেশ্য ভাড়া করে। পুলিশ প্রশাসন কর্মবিরতিতে থাকায় এই সুযোগে অতর্কিত হামলা চালায় তার উপর। হামলার একপর্যায়ে রক্তাক্ত জখম অবস্থায় মাসেম জ্ঞান হারালে সন্ত্রাসীরা তাকে নিয়ে আনন্দ উল্লাস করতে থাকে। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য উদ্ধার করার চেষ্টা করলে স্থানীয়দের উপর চড়াও হয় তারা। পরবর্তীতে ২ ঘন্টা পর সেনাবাহিনীর হস্তক্ষেপে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে মাসেম বাড়িতে আসলে মামলা তুলে নিয়ে হুমকি প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে। ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।