আলমডাঙ্গায় চন্দনা মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে চন্দনা মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা জরিমানা করেছে। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা বাজারে মনিটরিংয়ের সময় চন্দনা মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ।
জানাগেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারকে হটিয়ে অন্তর্র্বতী সরকার ক্ষমতা নেয়। দেশের এ অস্থিতিশীল পরিস্থিতে ব্যবসায়ীরা কাচা পণ্য, মাছ-মাংশ সহ বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে কয়েকগুন। মঙ্গলবার দুপুরে সাধারন শিক্ষার্থীদের সাথে নিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহমেদ আলমডাঙ্গা শহরের বিভিন্ন মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনা করেন।
চন্দনা মিষ্টান্ন ভান্ডারে ইন্ড্রাস্টিয়াল লবনের ব্যবহার, মোটা কাগজের প্যাকেট ব্যবহার, মিষ্টির পুরাতন ঝোল নতুন মিষ্টিতে ব্যবহার করার অপরাধে মালিক পরেশ কুমার ঘোষকে ৮ হাজার টাকা জরিমানা করেন। পরে অধিকারি মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালান এবং পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সতর্ক করেন। এ সময় সচেতনতামুলক লিফলেটও বিতরণ করা হয়।