৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা শহরের ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে চুরি আতঙ্ক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১০, ২০২৪
66
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা শহরের ব্যবসায়ীদের মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে। শহরের বিভিন্ন মোড়ের দোকানের টিনের চাল, বেড়া কেটে নগদ টাকা, অন্যান্য মালামাল চুরি করছে সুযোগ সন্ধানী চোর চক্র। থানা পুলিশের চোখে পড়ার মত তৎপরতা না থাকায় এসব চুরির ঘটনা ঘটছে বলে মনে করছেন ভুক্তভোগীরা। ৮ সেপ্টেম্বর রবিবার রাতেও শহরের হাজী মোড়ের ডিম বাজার নামক প্রতিষ্ঠানের টিনের বেড়া কেটে নগদ টাকাসহ অন্যান্য মালামাল চুরি করে চোরচক্র। সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি ঘটনাস্থল পরিদর্শন করে।


জানাগেছে, শহরের হাজী মোড়ে মরহুম হাজী আকরাম হোসেনের ছেলে মাহমুদুল কাউনাইন ডিম বাজার নামক প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। গত বরিবার ছিল আলমডাঙ্গার সপ্তাহিক বাজার। সারা দিন বেচাকেনা করে রাতে ডিমের আড়ৎ বন্ধ করে তিনি বাড়িতে যান। সকালে এসে আড়ৎ খুলে দেখতে পান তার ক্যাশ ড্রয়ারের তালা ভাঙ্গা। আড়তের পিছনের টিন কাটা। আড়তের ড্রয়ারে থাকা প্রায় ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরচক্র। বাজারের অন্যান্য পাহারাদারদের নিকট জিজ্ঞাসা করে তিনি জানতে পারেন, রাতে আসাননগর গ্রামের চিহ্নিত আরাফাত চোর তার দুই সঙ্গীকে নিয়ে বাজারে ঘুরাফেরা করছিল।


আড়ৎ মালিক জানান, আড়তের ম্যানেজারসহ কয়েকজন গিয়ে আরাফাতকে জিজ্ঞাসা করতেই সে টাকা চুরির কথা স্বীকার করে। সে আরও জানায় তার সাথে দত্তনগরের তামিমসহ আরেকজন চোর ছিল। সে চুরির মালামাল আলমডাঙ্গা রেলস্টেশন ও মুন্সিগঞ্জ বাজারে বিক্রয় করে। ইতোপূর্বে আরাফাত আলমডাঙ্গা শহরের বিভিন্ন দোকানে ও বাসা বাড়িতে চুরি করেছে। সে একাধিকবার পুলিশের হাতে আটকও হয়েছে। তার বিরুদ্ধে অসংখ্য চুরির অভিযোগ রয়েছে। গতকাল স্থানীয়রা আরাফাতকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। দুপুরে চুরির বিষয়টি জানার পর সেনাবাহিনী ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram