৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ব্যক্তিগত উদ্যোগে নূর মাদানী সমাজ কল্যাণ সংস্থার নানা কর্মকান্ড

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৮, ২০২৪
188
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় ব্যক্তিগত উদ্যোগে নূর মাদানী সমাজ কল্যাণ সংস্থা গড়ে তুলেছেন প্রবাসী মানিক মিয়া। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক কার্যক্রমের সাথে নিজেকে যুক্ত রেখেছেন। তিনি নূর মাদানী সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে অসহায়,দরিদ্র মানুষ সাহায্য সহযোগীতা করে আসছেন।

সম্প্রতি তিনি নওদাবন্ডবিল হাফেজিয়া মাদ্রসা ও লিল্লাহ বোর্ডিংয়ে খাবার বিতরন, বন্যার্তদের সাহায্যের জন্য নগদ অর্থ প্রদান, এরশাদপুর একাডেমির নতুন মসজিদ নির্মাণের জন্য সিমেন্ট প্রদান, অসহায় দরিদ্র মানুষের মাঝে চাউল বিতরন করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যূত্থানে স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে যায়। স্বৈরাচারী সরকার পতনের পর প্রিয় আলমডাঙ্গা শহরের পুঞ্জিভূত জঞ্জাল পরিষ্কার ও শহরের গুরুত্বপূর্ণ স্থানের প্রাচীর ও দেয়ালে গ্রাফিতির বর্ণালী রঙের তুলির আঁচড়ে মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা করছেন বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের শিক্ষার্থিরা।

বাস্তব জীবনের তিক্ত অভিজ্ঞতাজাত শ্লোগানও গুরুত্ব পাচ্ছে সেই গ্রাফিতিতে। শিক্ষার্থীদের এ কাজকে নূর মাদানী সমাজ কল্যাণ সংস্থা স্বাগত জানান, অভিনন্দিত করেন। এই দেশেতে জন্ম নিয়ে গর্ববোধ করি, সোনার বাংলা সোনার দেশ, সবাই মিলে গড়ি এই শ্লোগানে নূর মাদানী সমাজ কল্যাণ সংস্থা প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীর দুপুরে খাওয়ার ব্যবস্থা করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram