আলমডাঙ্গায় নারীকে বাঁচাতে গিয়ে নদীতে নিখোঁজের প্রায় ৩৬ ঘন্টা পর আবু কালামের মরদেহ উদ্ধার

আলমডাঙ্গা আত্মহত্যা করতে যাওয়া নারীকে বাঁচাতে গিয়ে নিখোঁজের প্রায় ৩৬ ঘন্টা পর কুমার নদ থেকে উদ্ধার হয়েছে পরোপকারী আবুল কালামের মরাদেহ। ৭ সেপ্টেম্বর শনিবার সকালে মধ্যবয়সী আবুল কালামের মরাদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও আলমডাঙ্গা গণত্রাণ কমিটির রেসকিউ সদস্যরা।
গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় গোবিন্দপুরের স্বামী পরিত্যক্ত এক নারী আত্মহত্যা করতে কুমার নদের সাদাব্রীজ থেকে লাফ দেন। তাকে বাঁচাতে মধ্যবয়সী আবুল কালাম নদীতে ঝাঁপ দিয়ে নারীকে উদ্ধার করলেও নিজে পানির স্রোতে ভেসে যান। ঘটনার রাত থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ও আলমডাঙ্গা গণত্রান কমিটির রেসকিউ টিম ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযানে নামে।
দীর্ঘ ৩৬ ঘন্টা পর ভাসমান অবস্থায় আলমডাঙ্গা আটকপাটের জামজামি দিকে যাওয়া জিকে খালে মজিবর মিয়ার ইটভাটার নিকট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আবুল কালাম (৫৮) আলমডাঙ্গা পৌর শহরের কাছারি বাজারের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের হাশোর আলীর মেয়ে স্বামী পরিত্যক্ত মেয়ে সুমি খাতুন (৩২)। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মহত্যা করতে সাদাব্রীজ থেকে কুমার নদে লাফ দেন। প্রত্যক্ষদর্শীদের কেউ তাকে বাঁচাতে চেষ্টা না করলে ঘটনাস্থলে উপস্থিত মধ্যবয়স্ক আবুল কালাম পানিতে লাফ দেন। এক পর্যায়ে সুমিকে জীবন্ত উদ্ধার করতে পারলে নিজে জীবন নিয়ে ডাঙ্গায় উঠতে পারেন নি। নদের প্রচন্ড স্রোতের তোড়ে আবু কালাম হারিয়ে যান।
শনিবার সকালে আলমডাঙ্গার আটকপাট থেকে জামজামির দিকে জিকে সেচ প্রকল্পের ক্যানেলে সকাল সাড়ে ৭ টার দিকে ফায়ার সার্ভিস ও আলমডাঙ্গা গণত্রান কমিটির রেসকিউ টিম মরাদেহ উদ্ধার করে।
শনিবার সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা দারুসসালাম কবরস্থানে আবুল কালামকে দাফন করা হয়েছে।